ইস্টার্ন টিউবস লিঃ ৩৭৪, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮
এক নজরে ইষ্টার্ণ টিউবস লিমিটেড
১৯৬৪ সালে ২৩ অক্টোবর, জাপানের বিখ্যাত তোশিবা করপোরেশনের কারিগরী সহায়তায় প্রতিষ্ঠিত হয় ;
১৯৭০ সালের শেষের দিকে পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু হয় ;
১৯৭২ সালে রাষ্ট্রায়ত্তকরণ করা হয় এবং BSEC এর একটি এন্টারপ্রাইজ হিসেবে শিল্প মন্ত্রণালয়ের অধীনে ন্যাস্ত করেন;
১৯৭২ সালে বাণিজ্যিক ভিত্তিতে উৎপাদন শুরু হয় ;
জমির পরিমান: ০১ একর;
অনুমোদিত জনবল: ১৫৩ এবং কর্মরত জনবল: ১৩৩;
মাসিক বেতন ভাতাদিঃ ৪৬.১৯ লক্ষ টাকা
প্রতিষ্ঠানটি আর্ন্তজাতিক মান ৯০০১:২০১৫ ও বিএসটিআই সনদপ্রাপ্ত; সরকারী খাতে দেশের একমাত্র লাইটিং সামগ্রী প্রস্তুতকারী প্রতিষ্ঠান।
রূপকল্প (Vision)
ইস্টার্ন টিউবস লিমিটেডকে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বিদ্যুৎ সাশ্রয়ী ফ্লোরেসেন্ট টিউব লাইট, সিএফএল বাল্ব এবং এলইডি বাল্ব ও টিউব লাইট উৎপাদন ও বিপণনকারী প্রতিষ্ঠানে উন্নীতকরণ।
অভিলক্ষ্য (Mission)
উৎপাদন ও বিপণনে উৎকর্ষতা বৃদ্ধি, টেকসই উন্নত প্রযুক্তির যন্ত্রপাতি ব্যবহার, নিরবিচ্ছিন্ন উন্নয়ন ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে ইস্টার্ন টিউবস লিমিটেডকে প্রতিযোগিতা সক্ষম ও লাভজনক প্রতিষ্ঠানে পরিনতকরণের মাধ্যমে দেশের বিদ্যুৎ সাশ্রয়, আমদানি নির্ভরতা কমানো এবং অর্থনৈতিক উন্নয়নে ভুমিকা পালন করা।
উৎপাদিত পণ্য ও বাৎসরিক উৎপাদন ক্ষমতাঃ
ক্রঃ নং
পণ্যের নাম
পরিমাণ (লক্ষ পিস)
০১।
ফ্লোরেসেন্ট টিউবলাইট
৪.০০
০২।
কমপ্যাক্ট ফ্লোরেসেন্টল্যাম্প (সিএফএল)
২.০০
০৩।
এলইডি বাল্ব
৪.০০
০৪।
এলইডি টিউব লাইট
৪.০০
মোট=
১৪.০০
প্রতিষ্ঠানের গত ০৫ বছরের বাস্তব চিত্রঃ
বিবরন
২০১৬-২০১৭
২০১৭-২০১৮
২০১৮-২০১৯
২০১৯-২০২০
২০২০-২০২১
উৎপাদন (লক্ষ পিস)
২.৪৫
১.৮৩
২.৬৬
১.৮৬
২.২৪
বিক্রয় (লক্ষ পিস)
২.৫৪
২.২০
২.২৭
১.৯৮
২.০৭
বিক্রয় (লক্ষ টাকা)
৪২০.৯৭
৩২৬.৬৩
৩২৫.৭৩
৩৬৭.৮৪
৪৬৩.১৪
বেতন ও ভাতাদি (লক্ষ টাকা)
৪০৭.২৬
৩৯০.৩০
৪৫৬.৭৮
৫১৭.৬৫
৫১৭.৬০
লাভ/লোকসান (লক্ষ টাকা)
(৩৭৪.২৪)
(৩৬৩.১৫)
(৪০৯.৮৬)
(৪৬৫.১০)
(১১৭.১২)
জাতীয় রাজস্ব তহবিলে জমা (লক্ষ টাকা)
৪২.৬১
৩৩.০৬
৪৩.৭৬
৩৭.৫৬
৪২.২৩
কনটেন্টটি শেয়ার করতে ক্লিক করুন
National Portal Bangladesh
পোর্টাল সাবস্ক্রাইব করুন
পোলিং
মতামত দিন
প্রদর্শন সংখ্যা
মুজিব কর্ণার
স্বাধীনতার সুবর্ণজয়ন্তী কর্ণার
বাণিজ্য মেলা-২০২২ এ শ্রেষ্ঠ প্যাভিলিয়ন এর গোল্ড ট্রফি অর্জন।