আন্তর্জাতিক মান সম্পন্ন ও বিদ্যুৎ সাশ্রয়ী বিভিন্ন ধরণের টিউবলাইট, সিএফএল বাল্ব, এলইডি টিউব ও বাল্ব এবং অন্যান্য লাইটিং সামগ্রী উৎপাদন ও বিপণন;
লক্ষ্যমাত্রা অনুযায়ী মুনাফা অর্জন;
জাতীয় রাজস্ব তহবিলে অর্থের যোগান;
দক্ষতার সঙ্গে বার্ষিক কর্ম সম্পাদন চুক্তি বাস্তবায়ন;
দক্ষতা ও নৈতিকতার উন্নয়ন;
তথ্য অধিকার ও স্বপ্রণোদিত তথ্য প্রকাশ বাস্তবায়ন;
উদ্ভাবন ও অভিযোগ প্রতিকার মাধ্যমে সেবার মানোন্নয়ন;
আর্থিক ব্যবস্থাপনা উন্নয়ন;
রূপকল্প (Vision):
আন্তর্জাতিক মান সম্পন্ন ও বিদ্যুৎ সাশ্রয়ী ফ্লোরেসেন্ট টিউবলাইট, সিএফএল বাল্ব, এলইডি টিউবলাইট ও বাল্ব এবং অন্যান্য লাইটিং সামগ্রী উৎপাদন এবং সাশ্রয়ী মূল্যে বাজারজাতকরণ।
অভিলক্ষ্য (Mission) :
দক্ষতার সাথে ফ্লোরেসেন্ট টিউবলাইট, সিএফএল বাল্ব, এলইডি টিউবলাইট ও বাল্ব সংযোজন এবং পর্যায়ক্রমে ম্যানুফ্যাকচারিং পর্যায়ে উন্নীতকরণ এবং বাজারজাতকরণের মাধ্যমে দেশের বিদ্যুৎ সাশ্রয়, আমদানী নির্ভরতা কমানো ও দেশের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখা।